ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মে ২৩, ২০২০
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেট: উজান থেকে ভেসে আসা লাকড়ি কুড়াতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কালা মিয়া (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (২৩ মে) দুপুরে সিলেটের সীমান্তবর্তী গোয়াইঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত কালা মিয়া উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কান্দুবস্তি গ্রামের বাসিন্দা।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হিল্লোল রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন পাহাড়ি ঢলে ভেসে আসা লাকড়ি কুড়াতে নৌকা নিয়ে পিয়াইন নদীর জাফলং জিরো পয়েন্টে যান কালা মিয়া। এক পর্যায়ে ভারত সীমান্তে ঢুকে গেলে বিএসএফ তার দিকে গুলি ছুঁড়ে। গুলিটি তার মাথায় লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, খবর পেয়ে তার নেতৃত্বে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে, খবর পেয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ২৩, ২০২০
এনইউ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।