bangla news

সুনামগঞ্জে দুস্থ ক্রীড়াবিদ ও মৎসজীবিদের মধ্যে ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৩ ৪:২৯:১৪ পিএম
দুস্থ ক্রীড়াবিদ ও মৎসজীবিদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

দুস্থ ক্রীড়াবিদ ও মৎসজীবিদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: সুনামগঞ্জে দুস্থ ক্রীড়াবিদ ও মৎসজীবিদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টায় জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জনাব রাহুল চন্দ, সুনামগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সহ-সভাপতি জনাব সিরাজুল রহমান সিরাজ, অতিরিক্ত সাধারণ সম্পাদক জনাব রেজওয়ানুল হক রাজা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জনাব জি এম তাশহিজ প্রমুখ।

এ সময় ১০০ জনকে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়। পরে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী আশ্বাস দেন, সব সময় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দুস্থদেরকে সহযোগিতা করা হবে।

এই দুযোর্গের সময় বিত্তবান খেলোয়াড় ও কর্মকর্তাদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ২৩, ২০২০
ইউবি 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-23 16:29:14