ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৬শ এতিম শিশুকে সেনাবাহিনীর ঈদ উপহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মে ২৩, ২০২০
৬শ এতিম শিশুকে সেনাবাহিনীর ঈদ উপহার

লালমনিরহাট: লালমনিরহাটের ২৪টি এতিমখানার ৬শ এতিম শিশুকে ঈদ উপহার দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। 

শনিবার (২৩ মে) দিনভর জেলার বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করা এতিম শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।  

করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতার পাশাপাশি নিজেদের রেশন জমিয়ে ছিন্নমূল ও দুস্থ কর্মহীন মানুষদের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন সেনাবাহিনী।

এরই অংশ হিসেবে আসন্ন ঈদের আনন্দ সবার মধ্যে বিলিয়ে দিতে লালমনিরহাটের ২৪টি বেসরকারি এতিমখানার ৬শ এতিম শিশুর মধ্যে ঈদ উপহার তুলে দেন সেনাবাহিনী।  

রংপুর সেনানিবাসের ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল হাফিজুর রহমান প্রতিটি এতিমখানায় উপস্থিত হয়ে ঈদ উপহার তুলে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এতিমখানা পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ২৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad