ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় ‍মারা গেলেন মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মে ২৩, ২০২০
করোনায় ‍মারা গেলেন মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন

সিলেট: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে মারা গেছেন মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন আব্দুল মতিন।

শুক্রবার (২২ মে) দিনগত রাতে তিনি করোনা উপসর্গ নিয়ে সিলেটের ড. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। এরপর রাতেই তার মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আনিসুর রহমান শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। শুক্রবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেটে নয়জন, হবিগঞ্জে একজন ও সুনামগঞ্জে দু’জনের মৃত্যু হয়। গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যান ডা. মঈন উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ২৩, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।