bangla news

কুষ্টিয়ায় শপিংমল খোলা নিয়ে পুলিশ-ব্যবসায়ী উত্তেজনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৩ ২:২৯:৪৪ পিএম
শপিংমল খোলা নিয়ে পুলিশ-ব্যবসায়ী উত্তেজনা। ছবি: বাংলানিউজ

শপিংমল খোলা নিয়ে পুলিশ-ব্যবসায়ী উত্তেজনা। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরে ঈদ উপলক্ষে শপিংমল খোলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে শহরের এনএস রোডস্থ সমবায় মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১০ মে সামাজিক দূরত্ব মেনে দোকান-পাট, শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। ওই সিদ্ধান্তের পর ব্যবসায়ী ও ক্রেতারা আইন না মেনে কেনা-বেচা করতে থাকে। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ফের বন্ধ করে দেয় শপিংমল, দোকান-পাট।

এরই মধ্যে শনিবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা অমান্য করে দোকান-পাট খুলতে গেলে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা বাধা দেয়। এতে ব্যবসায়ীরা পুলিশের ওপর চড়াও হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্যেরও।

যদিও ব্যবসায়ী প্রতিনিধি ও পুলিশের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়।
এদিকে সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভা কক্ষে এ ব্যাপারে ব্যবসায়ী প্রতিনিধিদের জরুরি বৈঠক হয়। বৈঠকে পুলিশ ও চেম্বার প্রতিনিধিদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মে ২৩, ২০২০
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   কুষ্টিয়া
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-23 14:29:44