bangla news

মুকসুদপুরে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৩ ১০:৩৮:৫৩ এএম
.

.

ঢাকা: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সার্বিক তত্ত্বাবধানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান বাপ্পী বাংলানিউজকে বলেন, বর্তমানে করোনা ভাইরাসের কারণে  দুস্থ ও অসহায় মানুষদের কাজ না থাকায় তারা অসহয় হয়ে পড়েছে। তাই ঈদের আগে সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সহযোগীতায় কিছু অসহয় মানুষের পাশে দাঁড়াতে পারায় খুব ভালো লাগছে।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান বাপ্পী, মুকসুদপুর উপজেলা বিএনপির আহবায়ক আ. সালাম খান, সদস্য সচিব তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান টুকু মুন্সী, উপজেলা বিএনপির সদস্য মুন্নু মুন্সী, ওহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র সহ- সভাপতি মাহফুজ মৃধা, প্রচার সম্পাদক কাইউম শরীফ, পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব মিয়া, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা গাজী, পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাজীব শরীফ, মুকসুদপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশিক মুন্সি, ছাত্রদল নেতা মেহেদী মুন্সী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মে ২৩, ২০২০
আরআইএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-23 10:38:53