bangla news

সিলেটে একদিনে আক্রান্ত ১১ পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৩ ৫:৫১:৫০ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেট: করোনার কালো থাবা পড়েছে সিলেটে পুলিশ বিভাগে। প্রায় প্রতিদিন আক্রান্ত হচ্ছেন সম্মুখ যোদ্ধা পুলিশ সদস্যরা।  

শুক্রবার (২২ মে) আরও ১১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার জেলার আরো ১১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে বিশ্বনাথ থানার ৬ জন পুলিশ সদস্য, ওসমানী নগর সার্কেল অফিসের একজন পুলিশ পরিদর্শক, ফেঞ্চুগঞ্জের একজন, সিলেট পুলিশ লাইন্সের দুইজন, জকিগঞ্জের একজন কর্মচারী এবং আরো একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, মে ২৩, ২০২০
এনইউ/জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-23 05:51:50