ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

করোনায় মৃত ও আইসোলেশনে থাকা পরিবারকে ঈদ উপহার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫১, মে ২৩, ২০২০
করোনায় মৃত ও আইসোলেশনে থাকা পরিবারকে ঈদ উপহার 

ঢাকা: পুলিশ সদস্যদের বোনাস ও যাকাতের টাকায় করোনায় ভাইরাসে মৃত ও আইসোলেশনে থাকা পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বংশাল থানা পুলিশ।

শুক্রবার (২২ মে) বংশাল থানা এলাকায় মোট ৮৫ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বংশাল থানা ওসি শাহীন ফকির বলেন, বংশাল থানা পুলিশ করোনা ভাইরাসে আক্রান্ত প্রসূতি মা কামরুন্নাহার ও নবজাতক শিশু মোনায়েম হোসেন মুয়াজকে হাসপাতাল থেকে শুরু করে বাসায় পৌঁছে দেওয়া এবং খাবার পর্যন্ত পৌঁছে দিয়েছে।

এর ধারাবাহিকতায় আজ ৮৫ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও থানা এলাকায় ফুটপাথে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম  অব্যাহত রাখা হয়েছে বলেও জানান তিনি।

উপহার সামগ্রীতে ছিল পোলার চাউল, মিনিকেট চাউল, ডাল, চিনি, সেমাই, দুধ, তৈল, আলু, পিঁয়াজ, লবণ, মুরগী, লেবু ও সাবান।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, মে ২৩, ২০২০
এজেডএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।