bangla news

ফেনীতে মহাসড়কের পাশে দৃষ্টিনন্দন ইসলামী ভাস্কর্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৩ ২:২৮:১৩ এএম
ফেনীতে মহাসড়কের পাশে দৃষ্টিনন্দন ইসলামী ভাস্কর্য। ছবি: বাংলানিউজ

ফেনীতে মহাসড়কের পাশে দৃষ্টিনন্দন ইসলামী ভাস্কর্য। ছবি: বাংলানিউজ

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ফেনীর মহিপালে দৃষ্টিনন্দন ‘মহান আল্লাহ ও  বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)’-এর নাম খচিত ইসলামী ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২২ মে) বিকালে মিয়াজী বাড়ির সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভাস্কর্যটি উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর তত্বাবধানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাহাব উদ্দিনসহ প্রমুখ।

পৌরসভা সূত্র জানায়, প্যানেল মেয়র নজরুল স্বপন মিয়াজীর উদ্যোগে মহান আল্লাহ তায়ালা ও হজরত মুহাম্মদ (সা.)-এর নামে একটি ভাস্কর্য নির্মাণে অর্থায়ন করে ফেনী পৌরসভা। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩নং ওয়ার্ডের মিয়াজী বাড়ির রাস্তার মাথায় ভাস্কর্যটি নির্মাণ করা হয়।

এটি নির্মাণের দায়িত্ব পায় বেস্ট কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সুন্দর সুনিপুণ কারুকাজসহ আলোকিত ঝর্ণাধারার ভাস্কর্যটি তৈরি করতে নির্মাণ সময় লাগে ৪ মাস। ভাস্কর্যে লেখা রয়েছে ‘আল্লাহু’ ও ‘মুহাম্মদ’র নাম। রাতে আলোর জ্বলকানিতে পানির ফোয়ারায় এর সৌন্দর্যে যোগ হয়েছে নতুন মাত্রা।

এদিকে ইতিমধ্যে ভাস্কর্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর পরেই এটি দেখতে দর্শনার্থীরা ছুটে আসেন দূর দূরান্ত থেকে। নির্মিত ভাস্কর্যটি এলাকার সৌন্দর্যবর্ধন করায় খুশি সেখানকার মানুষ।

ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, মহান ‘আল্লাহু’ ও ‘মুহাম্মদ’র উপর শ্রদ্ধা এবং ভালোবাসা থেকে এটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেব মাথায় রেখে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে।

এটির আলোকসজ্জায় আলোকিত হয়েছে পুরো এলাকাটি। যা অনেক দূর থেকে মহাসড়কে চলাচলকারীদের নজরে পড়বে। বর্তমানে তার ওয়ার্ডে বিজয়সিংহ দীঘির সৌন্দর্যবর্ধনেরও বেশ কিছু উন্নয়নমূলক কাজ চলছে। এছাড়াও শহরে আরও ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, মে ২৩, ২০২০ 
এসএইচডি/জেআইএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-23 02:28:13