ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২ কোটি টাকা সংগ্রহ দবিরুলের, ব্রিটিশ হাইকমিশনের ধন্যবাদ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, মে ২২, ২০২০
২ কোটি টাকা সংগ্রহ দবিরুলের, ব্রিটিশ হাইকমিশনের ধন্যবাদ

ঢাকা: করোনাভাইরাসে বিপর্যস্ত মানুষদের সাহায্যার্থে হাঁটছেন ১০০ বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশি দবিরুল ইসলাম চৌধুরী। শুক্রবার (২২ মে) এক বার্তায় তাকে ধন্যবাদ জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

ব্রিটিশ হাইকমিশন যুক্তরাজ্যের ফরেন অফিসের বরাদ দিয়ে জানায়, ১০০ বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশি দবিরুল ইসলাম চৌধুরী ক্যাপ্টেন স্যার টম মুরের থেকে অনুপ্রাণিত হয়ে লন্ডনে তার বাড়ির সামনে বাগানে হেঁটে গত ২৬ দিনে জোগাড় করেছেন ১ লাখ ৮৫ হাজার পাউন্ড (বাংলাদেশি প্রায় ২ কোটি টাকা)। বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত মানুষের সহায়তায় এই অর্থ ব্যয় করা হবে।

আমরা দবিরুল ইসলাম চৌধুরীকে জানাই আন্তরিক ধন্যবাদ।

পূর্ব লন্ডনের বাসিন্দা দবিরুল ইসলাম চৌধুরীর ঘুরে ঘুরে এই অর্থ সংগ্রহের খবর বিশ্ব গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এরপর থেকে তিনি সবার নজরে আসেন।  
 
বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, মে ২২, ২০২০
টিআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।