ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

মুলাদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, মে ২২, ২০২০
মুলাদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় পুকুরে ডুবে মো. ইমরান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

ইমরান উপজেলার চরকালেখা ইউনিয়নের বড়কান্দি গ্রামের মো. বাকির হোসেনের ছেলে।

শুক্রবার (২২ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হক বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মে ২২, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।