bangla news

সৈয়দপুরে দুস্থদের মধ্যে সেনাবাহিনীর ঈদ উপহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২২ ৭:৪১:০৭ পিএম
ছবি: বাংলানিউজ

ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে সেনাবাহিনীর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) দিনব্যাপী উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১২৫টি পরিবারের মধ্যে এ উপহার বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন- খোলাহাটি ক্যান্টনমেন্টের লেফটেন্যান্ট কর্নেল আরিফ, ক্যাপ্টেন ইহসান, ওয়ারেন্ট অফিসার আলী হোসেন, করপোরাল জাহাঙ্গীর আলম ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরাসহ সংবাদকর্মীরা।

লেফটেন্যান্ট কর্নেল আরিফ বাংলানিউজকে বলেন, করোনার প্রাদুর্ভাবের পর থেকে সেনাবাহিনী দেশব্যাপী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। তারই অংশ হিসাবে এ উপহার দেওয়া হয়েছে। নীলফামারীর ৩৭৫ জনকে এ ঈদ উপহার দেওয়া হবে। এছাড়া ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশেও আমরা আছি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২২, ২০২০
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   নীলফামারী
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-22 19:41:07