ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মে ২২, ২০২০
করোনায় সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন তথ্য কমিশনের সাবেক অতিরিক্ত সচিব কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) মারা গেছেন।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট-২-এ চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়।

ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য কমিশনের সাবেক অতিরিক্ত সচিব তৌফিকুল আলম করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর এপ্রিলে ঢামেকে করোনা ইউনিট চালু করার কয়েক দিন পরে ভর্তি হন।

তখন থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এর কিছুদিন পর তিনি কিছুটা সুস্থ হলে তাকে ভিআইপি কেবিনে নেওয়া হয়। এরপর তাকে আবার আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে সর্বশেষ তাকে হাসপাতালের নতুন ভবনের আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সকাল ১০টায় সেখানে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মে ২২, ২০২০
এজেডএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।