ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মমতাকে শেখ হাসিনার ফোন, খোঁজ নিলেন আম্পানে ক্ষয়ক্ষতির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মে ২২, ২০২০
মমতাকে শেখ হাসিনার ফোন, খোঁজ নিলেন আম্পানে ক্ষয়ক্ষতির প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

ঢাকা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টেলিফোন করে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ 

শুক্রবার (২২ মে) সকালে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ফোন করেন৷ এসময় তিনি সহমর্মিতাও জানান ৷ 

এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাংলানিউজ বলেন, প্রধানমন্ত্রী সকাল ১১টা ১০ মিনিটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টেলিফোন করেন ও রাজ্যে আঘাত হানা সাইক্লোনের ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চান। ’

তিনি বলেন, প্রধানমন্ত্রী সাইক্লোনে জানমালের ক্ষয়ক্ষতিতে মমতা বন্দোপাধ্যায়কে সমবেদনা জানান ও তারা অচিরেই এ ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সমবেদনা জানানোয় মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, সুপার সাইক্লোন আম্পান গত বুধবার (২০ মে) বিকেলে বাংলাদেশে আঘাত হানে, এর আগে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় এটি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মে ২২, ২০২০ 
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad