বর্তমানে ওই কিশোর বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের হাজিরখাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী কাওসার মিয়া জানান, হাসান ভাড়ায় মোটরসাইকেল চালায়। সন্ধ্যায় স্থানীয় শাহ আলম সরদারের ছেলে রেজাউল তার সহযোগী হাসান ও অলি মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দেওয়ায় তারা চাপাতি দিয়ে হাসানকে কুপিয়ে বাম পায়ের রগ কেটে ফেলে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক গুরুতর অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল স্থানান্তর করেন।
ঘটনার পর ছিনতাই করতে আসা রেজাউলসহ তার সহযোগীরা পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মে ২২, ২০২০
আরএ