ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রায়পুরায় পানিতে ডুবে আপন ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

মোর্শেদ শাহরিয়ার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১০

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় পানিতে ডুবে মারা গেছে আপন ভাইবোনসহ একই পরিবারের তিন শিশু।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নামাপাড়া গ্রামে এ মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনা ঘটে।



হতভাগ্য শিশুরা হলো ইতালি প্রবাসী রাহাদ খানের মেয়ে রিয়া মনি ও ছেলে শিহাব খান এবং তাদের চাচাতো ভাই রিপন। রিপনের পিতার নাম কাজল খান।

রিয়া মনি নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং শিহাব ও রিপন কিশোরঞ্জের ভৈরব উপজেলার ন্যাশনাল কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।

এলাকাবাসী জানান, তিন ভাইবোন শাপলা তুলতে বেলা ১১টার দিকে বাড়ির পাশের বিলের পানিতে নামে। দুপুর ১২টার দিকে বিলের পানিতে তাদের মৃতদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পরিবারে খবর দেন।

নামাপাড়া গ্রামে সরজমিন গিয়ে দেখা যায়, একই পরিবারের তিন শিশুর করুণ মৃত্যুতে পুরো মাহমুদাবাদ গ্রামে ঈদের আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।