ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে শেষ সময়ে জমেছে ইফতার বাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মে ১৯, ২০২০
নারায়ণগঞ্জে শেষ সময়ে জমেছে ইফতার বাজার নারায়ণগঞ্জে রমজানের শেষের দিকে এসে ইফতার বাজার জমে উঠেছে।

নারায়ণগঞ্জ: করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও নারায়ণগঞ্জে রমজানের শেষদিকে এসে ইফতার বাজার জমে উঠেছে। শারীরিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি না মেনেই অবাধে চলছে এসব দোকান।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে সুগন্ধা প্লাসসহ বিভিন্ন রেস্টুরেন্টে ফুটপাত দখল করে ইফতারের পসরা সাজিয়ে বসতে দেখা গেছে দোকানিদের। এসব দোকানে ক্রেতাদের ভিড়ও দেখা গেছে।

ইফতার কিনতে আসা রমজান আলী বলেন, ‘এতদিন ইফতার কিনিনি। এখন সব খুলে দিয়েছে, তাই কিনতে আর সমস্যা নেই। বিক্রেতারা মাস্ক-গ্লাভস পরে বিক্রি করছেন, তাই ভয় করছি না। ’

অপর ক্রেতা কামরুল হাসান বলেন, ‘ইফতার কিনতে এসেছি করোনা ভাইরাসের চিন্তা করে কী লাভ? এখানে তো সব কিছুই খুলে দিয়েছে সরকার। করোনা হলে কর্মক্ষেত্রসহ বিভিন্ন স্থানে হতে পারে। রমজানের শেষের দিকে তাই একটু ইফতার বাজারে আসা। ’

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মে ১৯, ২০২০
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।