ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শীতলক্ষ্যা পারাপারে মানুষের ভিড়, নেই শারীরিক দূরত্ব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মে ১৯, ২০২০
শীতলক্ষ্যা পারাপারে মানুষের ভিড়, নেই শারীরিক দূরত্ব

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বন্দর ঘাটে নদী পারাপারের ক্ষেত্রে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের বাড়তি ভিড় থাকে। এসময় থাকে না কোনো শারীরিক দূরত্ব।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে সরেজমিনে বন্দর ঘাট এলাকায় গিয়ে এ চিত্র দেখা যায়।  

সকালে শহরে জীবিকার তাগিদে ও শপিং করতে আসা মানুষজন দুপুরের পর থেকে ফিরতে শুরু করেন বাড়ি।

এসময় বাড়তি চাপে শারীরিক দূরত্ব তো মানা সম্ভব হয় না বরং একে অপরের সঙ্গে গা ঘেঁষে পারাপার হতে হয়।  

এ ঘাটে মাইকিং করে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে বললেও তা মানা হয় না। মানুষ কে কার আগে বাড়ি ফিরতে পারবেন সেই প্রতিযোগিতায় ব্যস্ত থাকেন। এদের বেশিরভাগের মুখেই থাকে না মাস্ক, তারা মানেন না স্বাস্থ্যবিধিও।  

বন্দর ঘাটের ইনচার্জ দিদার খন্দকার বলেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে শারীরিক দূরত্ব মেনে নৌকায় উঠতে বললেও প্রতিটি নৌকায় আমাদের নির্দেশনা অমান্য করে ১০ থেকে ১৫ জন উঠছেন। এতে করোনা সংক্রমণের ঝুঁকি থাকলেও যাত্রীরা তা বুঝতে চান না।

নৌকার মাঝি আব্দুল করিম বলেন, অনেক সময় কম যাত্রী উঠতে বললে আমাদের ওপর তেড়ে আসেন যাত্রীরা, গালমন্দও করেন। তাই এখন আর বলিনা যাত্রীরা নিজেদের মতো করে উঠে পড়েন।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মে ১৯, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।