ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে মেস ভাড়া নিয়ে সিদ্ধান্ত আসছে শিগগিরই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, মে ১৯, ২০২০
রাজশাহীতে মেস ভাড়া নিয়ে সিদ্ধান্ত আসছে শিগগিরই

রাজশাহী: নবগঠিত মহানগর মেস মালিক সমিতির নেতারা ও মেস মালিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

সোমবার (১৭ মে) বিকেলে নগর ভবন সিটি হল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় করোনা পরিস্থিতিতে মেসের ভাড়া মওকুফসহ বিভিন্ন সমস্যাসমূহ নিয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের মেস ভাড়া ও মালিকদের দাবি নিয়ে শিগগিরই চূড়ান্ত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক ওমর শরীফ রাজীব, সহ-সভাপতি জাহিদুল হক জাহিদ, যুগ্ম সম্পাদক কায়সান আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-দপ্তর সম্পাদক মবিন বাবু, আতাউল গনি অরেঞ্জ, রুবায়েত প্রমুখ বক্তব্য দেন।

এদিকে, সভা শেষে করোনা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের সহায়তায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের ত্রাণ তহবিলে মহানগর মেস মালিক সমিতির পক্ষ থেকে এক লাখ টাকার অনুদান দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ১৭, ২০২০
এসএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।