ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে আরও ৫ পুলিশসহ ৩২ জনের করোনা শনাক্ত 

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, মে ১৮, ২০২০
সাভারে আরও ৫ পুলিশসহ ৩২ জনের করোনা শনাক্ত 

সাভার (ঢাকা): গত ২৪ ঘণ্টায় সাভারে শিল্প পুলিশের আরও পাঁচ সদস্যসহ নতুন করে ৩২ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ পজিটিভ শনাক্ত করা হয়েছে। 

সোমবার (১৮ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা মিঠু।

তিনি বাংলানিউজকে বলেন, রোববার (১৭ মে) ৪৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

সোমবার পাওয়া ফলাফলে ৩২ জনের শরীরে করোনা পজিটিভি আসে। এদের মধ্যে পাঁচজন শিল্প পুলিশের সদস্য।  

এর আগে রোববার শিল্প পুলিশের ৭ সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া করোনা আক্রান্ত হয়ে রোববার ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। তবে সাভারে এখন পর্যন্ত ১৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। তবে সোমবার নতুন করে কোনো রোগীর সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।  

নতুন ৩২ জনসহ সাভারে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ জনে।

এদিকে, ঢাকার ধামরাই উপজেলায় সোমবার আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে উপজেলাটিতে মোট ২০ জন করোনা রোগী শনাক্ত হলেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ১৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।