ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে গাড়ি-যাত্রী পারাপার বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মে ১৮, ২০২০
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে গাড়ি-যাত্রী পারাপার বন্ধ

মানিকগঞ্জ: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশের অন্যতম নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া। করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে এ রুট দিয়ে জরুরি পরিষেবার গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন বন্ধসহ যাত্রী পারপার বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার (১৮ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা ঘাট শাখার ডিজিএম জিল্লুর রহমান।

তিনি বাংলানিউজকে বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, জরুরি পরিষেবার যানবাহনগুলো একটি ছোট ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।

পাটুরিয়া ঘাট পয়েন্টে পারের অপেক্ষায় আটকে আছে প্রায় তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক। তবে কোনো ফেরিতে যাত্রী পারাপার করা হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ১৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad