bangla news

পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-১৮ ৩:৪৪:১৪ পিএম
বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বরিশাল: সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম দূর, পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু, আর্থিক প্রণোদনায় স্বচ্ছতা এবং কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে ওয়ার্কাস পার্টি বরিশাল মহানগর কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলটির পলিটব্যুরো সদস্য ও বরিশাল জেলা সভাপতি নজরুল হক নিলু। বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য কমরেড  মোজাম্মেল হক ফিরোজ, নগরনেতা জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি ও নগর আহ্বায়ক শামিল শাহরোখ তমাল, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, ছাত্রমৈত্রীর জেলা সভাপতি মিন্টু দে, ইমরান নিরব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ১৮, ২০২০
এমএস/এফএম

ক্লিক করুন, আরো পড়ুন :   বরিশাল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-18 15:44:14