ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ১৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ১৮, ২০২০
নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ১৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষে নারীসহ ১৬ জন আহত হয়েছেন। 

সোমবার (১৮ মে) সকালে উপজেলার কালাপাহাড়িয়ার কর্মীর চর গ্রামের সাত্তার ও বাদশা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

জানা যায়, রোববার সাত্তার গ্রুপের নুরুল ইসলামের মাছ ধরার ঘের থেকে দু’টি বাঁশ নিয়ে যায় বাদশা গ্রুপের একজন। পরে এটি নিয়ে বাদশা গ্রুপের কাছে জিজ্ঞাসা করতে গেলে সেখানে তাদের দু’জনকে আহত করে বাদশা গ্রুপের লোকজন। এ ঘটনার সূত্র ধরে সোমবার সকালে সাত্তার গ্রুপ লাঠিসোটা, দাসহ দেশীয় অস্ত্র নিয়ে বাদশা গ্রুপের ওপর হামলা চালায়। পরে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে নারীসহ ১৬ জন আহত হন।

উভয়পক্ষের আহতরা হলেন- সুরিয়া, আমেনা, রেজাউল হক, বিল্লাহ, বিল্লাল হোসেন, নবী হোসেন, আমীর হামজা, আদম আলী, আলাউদ্দিন, বাদশা মিয়া, গিরিস আলী, জজ মিয়া, নার্গিস, জান্নাত, বাচু মিয়া, কবির হোসেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ১৮, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ