ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে মাদ্রাসাছাত্র খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মে ১৮, ২০২০
আড়াইহাজারে মাদ্রাসাছাত্র খুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহাবুব (১৪) নামে এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। 

রোববার (১৭ মে) দিনগত রাত ১২টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাহাবুব ওই গ্রামের আশকর আলীর ছেলে।

নিহতের বড় ভাই আবু হানিফ বলেন, বন্দর কওমী মাদ্রাসায় পড়ালেখা করতো মাহাবুব। করোনা ভাইরাসের কারণে মাদ্রাসা বন্ধ থাকায় সে বাড়িতে ছিল। রোববার সে খারাপ ছেলেদের সঙ্গে খেলাধুলা করলে আমার চতুর্থ নম্বর ভাই তৈয়ব তাকে শাসন করে। পরে সে রাগ করে বাড়ি থেকে চলে যায়। অনেক খোঁজাখুজির পর রাতে সেন্দী ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে সোমবার (১৮ মে) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাকে গলায় ছরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহতের ভাই আবু হানিফ বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মে ১৮, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।