ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মধুপুরে ঝড়ে ঘর-বাড়ি লণ্ডভণ্ড, ফসলের ব্যাপক ক্ষতি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মে ১৮, ২০২০
মধুপুরে ঝড়ে ঘর-বাড়ি লণ্ডভণ্ড, ফসলের ব্যাপক ক্ষতি ঝড়ে ঘর-বাড়ি লণ্ডভণ্ড, ফসলের ব্যাপক ক্ষতি। ছবি: বাংলানিউজ

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের কয়েক গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। রোববার (১৭ মে) দিনগত রাতে অল্প সময়ের সংঘটিত ওই ঝড়ে এলাকার বাড়ি-ঘর ও ফসলাদি গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

রোববার রাত ১১টার পর ইউনিয়নের কুড়ালিয়া বাজার, বান্দারভিটা, কেওটাই, বানিয়াবাড়ি এলাকার ওপর দিয়ে ওই ঝড় বয়ে যায়।

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহাম্মদ আলী জানান, রাত সাড়ে ১১টার দিকে এক কিলোমিটারজুড়ে ঝড়টি বয়ে যায়।

সৃষ্ট ওই ঝড়ে কুড়ালিয়া বাজারের বেশ কিছু দোকানপাট, কুড়ালিয়া বিকে উচ্চ বিদ্যালয়সহ বান্দারভিটা, কেওটাই, বানিয়াবাড়ি গ্রামের বসতভিটা, গাছপালা ও ক্ষেতের পাকা ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ঘর-বাড়ি লণ্ডভণ্ড, ফসলের ব্যাপক ক্ষতি।                                          ছবি: বাংলানিউজকুড়ালিয়া বিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, তার বিদ্যালয়ের টিনশেড দু’টি শ্রেণি কক্ষ গাছ পড়ে ভেঙে গেছে। এতে চেয়ার টেবিল, বেঞ্চ ভেঙে চুরমার হয়ে গেছে। বিদ্যালয়ের মাঠের পাশের গাছপালা সব উপড়ে পড়েছে। গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা, উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন বলেও ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মে ১৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।