ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে মোট ৬১ জন করোনা শনাক্ত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মে ১৮, ২০২০
মৌলভীবাজারে মোট ৬১ জন করোনা শনাক্ত

মৌলভীবাজার: মৌলভীবাজারে নতুন করে চারজন করোনা আক্রান্ত হয়ে এই তালিকা দাঁড়ালো ৬১ জনে। আক্রান্ত নতুন চারজন হলেন একজন মৌলভীবাজার সদর উপজেলার, একজন বড়লেখা উপজেলার স্বাস্থ্যকর্মী এবং দুইজন জুড়ী উপজেলার।

সোমবার (১৮ মে) সকালে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার সিভিল সার্জন এবং জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. তওহীদ আহমদ।

তিনি বলেন, এই নিয়ে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নমুনা সংগ্রহ করা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী জেলার করোনা আক্রান্তের সংখ্যা ৬১ জন।

এর মধ্যে ২ জন আগেই মারা গেছেন।

জেলায় সর্বমোট কোয়ারেন্টিনরত রোগীর সংখ্যা ২ হাজার ১৩১ জন এবং কোয়ারেন্টিন হতে ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭৮৫ জন বলেও জানান ডা. তওহীদ আহমদ।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ১৮ মে, ২০২০
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।