ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে ১৮২ জন প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, মে ১৮, ২০২০
বরিশালে ১৮২ জন প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা

বরিশাল: করোনা ভাইরাসের (কোভিড-১৯) দুর্যোগ মোকাবিলায় বরিশালে ১৮২ জন প্রতিবন্ধীদের মধ্যে ১ লাখ ৮২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম এ অর্থ সহায়তা বিতরণ করেন।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশালের আয়োজনে, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের দিকনির্দেশনায় প্রতিবন্ধীদের এ সহায়তা দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশালের কর্মকর্তাসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মে ১৮, ২০২০
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।