ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রলারে যাত্রী পারাপারের অপরাধে ৩ জনকে অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মে ১৭, ২০২০
ট্রলারে যাত্রী পারাপারের অপরাধে ৩ জনকে অর্থদণ্ড

মানিকগঞ্জ: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানিকগঞ্জের শিবালয়ের অারিচা ঘাটে নৌ-পথে পারাপারের জন্য লঞ্চ বা স্পিডবোর্ড বন্ধ রেখেছে বিআইডব্লিউচিএ। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে যাত্রী নিয়ে নৌ-পথ পারি দেওয়ার অপরাধে তিনটি ট্রলার জব্দ ও অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ মে) দুপুরে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন।

তিনি বাংলানিউজকে বলেন, আরিচা ঘাট দিয়ে যাত্রী পারাপারে লঞ্চ এবং স্পিডবোট বন্ধ রয়েছে।

এরপরেও লোকচক্ষুর অন্তরালে এবং বিভিন্ন নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলারে করে একশ্রেণির অসাধু মাঝি এবং ট্রলারের মালিক যাত্রী পারাপার অব্যাহত রেখেছে। এ ব্যাপারে প্রশাসন থেকে যথেষ্ট কড়াকড়ি আরোপ করা হয়েছে। আন্তঃজেলা যাত্রী পারাপারে প্রথম থেকেই নিরুৎসাহিত করা হচ্ছে। আজ হাতে নাতে ৩টি ট্রলার জব্দ করা হয়। এ ঘটনায় তিন জনকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং নিয়মমাফিক আদায় করা হয়েছে।  

এসময় তিনি বলেন, করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন, প্রশাসনকে সহযোগিতা করুন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ১৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।