ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে ৭ পুলিশসহ আরও ১৫ জন করোনা আক্রান্ত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ১৭, ২০২০
সাভারে ৭ পুলিশসহ আরও ১৫ জন করোনা আক্রান্ত

সাভার (ঢাকা): সাভারে নতুন করে ৭ জন শিল্প পুলিশ সদস্যসহ ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সাভারে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬০ জনে।

রোববার (১৭ মে) বিকেল ৪টার দিকে এ তথ্য জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা।

তিনি জানান, গতকাল ৭০ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্রে (বিএলআরআই) পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ এসেছে।

আক্রান্তদের মধ্যে ৭ জন শিল্প পুলিশ সদস্য রয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত সাভারে ০৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।  

এদিকে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, গতকাল মোট ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে ধামরাইয়ে মোট করোনা রোগীর সংখ্যা ১৭ জন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ১৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।