ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২২, মৃত্যু ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মে ১৭, ২০২০
না’গঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২২, মৃত্যু ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২২ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। এসময়ের মধ্যে জেলায় দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। 

রোববার (১৭ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলানিউজকে এ তথ্য জানান তিনি। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন ব্যক্তি সুস্থ হয়েছেন।

ইমতিয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যেখানে ২২ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৪৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ১ হাজার ৬৩১ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ১ হাজার ৬৩১ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হয়েছে ৬৩ জনের। সুস্থ হয়েছেন ৪২১ জন।  

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মে ১৭, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।