ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা-দুস্থদের মধ্যে  সেনাবাহিনীর ত্রাণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মে ১৭, ২০২০
ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা-দুস্থদের মধ্যে  সেনাবাহিনীর ত্রাণ 

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে অসহায় মুক্তিযোদ্ধা ও দুস্থ ৬৫৫ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী, স্যানিটাইজার, মাস্কসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

রোববার (১৭ মে) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল জে এ এম বখতিয়ার উদ্দীন।

এ সময় সেনা কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন মাস্টার উপস্থিত ছিলেন।

সেনা সদস্যদের নিজেদের খাদ্যদ্রব্য ও উৎসব ভাতার টাকা দিয়ে এ ত্রাণ সহায়তা দেওয়া হয় বলে জানান লে. কর্নেল বখতিয়ার উদ্দীন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ১৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad