ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জেকেজির বিনামূল্যে করোনা টেস্ট বুথ এবার বাড্ডাতেও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, মে ১৬, ২০২০
জেকেজির বিনামূল্যে করোনা টেস্ট বুথ এবার বাড্ডাতেও

ঢাকা: করোনা ভাইরাস (কোভিড-১৯) নির্ণয় নিয়ে ভোগান্তি কমাতে রাজধানী ও বাইরে বিভিন্ন এলাকায় বুথ বসিয়েছে জোবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্যসেবা বা জেকেজি হেলফ কেয়ার নামে একটি সংগঠন। এবার বাড্ডাতেও একটি বুথ বসালো সংস্থাটি। 

বাড্ডার আলাতুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বুথটি বসানো হয়েছে বলে জেকেজি হেলথ কেয়ারের স্টাফ প্রজেক্ট ডেভেলপমেন্ট উইংয়ের প্রধান সাঈদ চৌধুরী শনিবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, জেকেজি হেলথ কেয়ার দেশের প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য ২০১৫ সালে একটি অলাভজনক সংগঠন হিসেবে কাজ শুরু করে।

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সরাসরি অংশগ্রহণ করতে সংকল্প করে।

উপসর্গ দেখা দেওয়ার পরও অনেকে স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে চান না। তাই এ রোগীদের চিকিৎসা নির্বিঘ্ন করার লক্ষ্যে হাসপাতাল থেকে দূরে রোগীদের রোগ নির্ণয় কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে রোগীরা নির্ভয়ে হাসপাতালে যেতে পারবেন এবং চিকিৎসাসেবা প্রদানকারীরাও কম আক্রান্ত হবেন।

ইতোমধ্যে নারায়ণগঞ্জসহ রাজধানীর কয়েকটি এলাকায় আমাদের রোগ নির্ণয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে।  

সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে স্থাপন করা বুথগুলো হলো- নারায়ণগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, এম ডবলু স্কুল অ্যান্ড কলেজ, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ।  

আর রাজধানীর বুথগুলো হলো- কড়াইল বস্তি, সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়, খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন ও বাড্ডার আলাতুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।  

যারা বুথে এসে তাদের পরীক্ষণ কর্মসূচি সম্পন্ন করতে চান তাদের সঙ্গে করে নিজের মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে। আর যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্মনিবন্ধন সার্টিফিকেট অথবা পাসপোর্টের কপি সঙ্গে নিয়ে আসতে হবে।

বুথে গিয়ে করোনা নির্ণয় করার জন্য বিস্তারিত জানতে +৮৮০১৭৯২৪৪৪১১১ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া www.jkghealthcare.com ওয়েবসাইট থেকে জানা যাবে প্রয়োজনীয় তথ্য।  

সংগঠনটির কর্মকর্তা শেমী ওয়াদুদ এ বিষয়ে বলেন, আমাদের বুথে সরকারে স্বাস্থ্য অধিদফতরের লোকবল নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পরীক্ষার পর ফলাফল আমাদের কাছে পাঠায়। আমরা রোগীর সঙ্গে যোগাযোগ করে পরবর্তীতে তা সরবরাহ করি।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মে ১৬, ২০২০
ইইউডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।