ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আম আকৃতির মুরগির ডিম!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মে ১৬, ২০২০
আম আকৃতির মুরগির ডিম!

বান্দরবান: বান্দরবানে ঠিক আমের আকৃতির মত ডিম পেড়েছে একটি মুরগি। ডিমের এই অদ্ভুত আকৃতি দেখে স্থানীয়রা হতবাক। ঘটনাটি ঘটেছে লামা উপজেলার চম্পাতলী এলাকায়।

লামা প্রাণিসম্পদ বিভাগের উপসহকারী মোহাম্মদ মহসীন রেজার পালিত মুরগি গত কয়েকদিন থেকে এ ধরনের ডিম দিচ্ছে। এ ঘটনায় তিনি নিজেও কিছু বুঝে উঠতে পারছেন না।

অদ্ভুত আকৃতির এই ডিম দেখতে স্থানীয়রা তার বাসায় ভিড় জমাচ্ছেন।  

প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসীন রেজা তার পরিবার নিয়ে লামা উপজেলার চম্পাতলী এলাকায় থাকেন। বাসায় তিনি বেশ কিছু মুরগি লালন পালন করেন।

তিনি জানান, প্রথমদিকে মুরগিটি স্বাভাবিক আকৃতির ডিম পাড়তো, কিন্তু গত কদিন থেকে মুরগিটি ঠিক আমের আকৃতির ডিম পাড়ছে। সকালে ওঠে মুরগির ঘরটিতে ডিম দেখে তিনি হতবাক হন। তবে ডিমের ভেতর কুসুম ও অন্যান্য অংশ স্বাভাবিক ডিমের মতই রয়েছে। মুরগিটি এ পর্যন্ত চারটি ডিম পেড়েছে আমের আকৃতির।  

মহসীন রেজা আরো জানান, মুরগিটির বয়স এক বছর। অদ্ভুত আকৃতির ডিমগুলো তিনি গবেষণার জন্য ঢাকায় পাঠাবেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মে ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।