ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলার ৩ হাসপাতালে করোনার নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মে ১৬, ২০২০
ভোলার ৩ হাসপাতালে করোনার নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন 

ভোলা: ভোলার ৩টি হাসপাতালে চালু হয়েছে করোনা নমুনা সংগ্রহের বুথ। শনিবার (১৬ মে) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন হাসপাতালে একযোগে এ বুথের উদ্বোধন করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। 

এ বুথ উদ্বোধনের মধ্যদিয়ে খুব সহজেই এ জেলার মানুষের নমুনা সংগ্রহ করা যাবে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে বুথটি।


 
এ সময় তোফায়েল আহমেদ বলেন, করোনা পরীক্ষার জন্য খুব শিগগিরই ভোলাতে পিসিআর ল্যাব ও আইসিইউ বেড স্থাপন হতে যাচ্ছে।  

দলমত নির্বিশেষে দরিদ্র মানুষ যাতে ত্রাণ পায়  সে জন্য সবাইকে সততার সঙ্গে কাজ করার আহবান জানান তিনি।  

এ সময় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিনুন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ স্বাস্থ্য বিভাগ ও জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।