ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে ১৫০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মে ১৬, ২০২০
মৌলভীবাজারে ১৫০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

মৌলভীবাজার: করোনা সংক্রমণের এ পরিস্থিতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী দেড়শ গারো পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ প্রভৃতি।

শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া এলাকার গরিব ও অসহায় মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) নাজিয়া শিরিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে।

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মামুন, শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মে ১৬, ২০২০
বিবিবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।