ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হরিরামপুরে ৪ দোকানিকে অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মে ১৬, ২০২০
হরিরামপুরে ৪ দোকানিকে অর্থদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ, কুঠিরহাট বাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে  কাপড়ের দোকান খুলে রাখায় ৪ জন দোকানিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে এ আদালত পরিচালনা করেন হরিরামপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন।  

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন-মো. খলিল, বাবুল মিয়া, অটল হাওলাদার ও আমির হোসেন।

এ বিষয়ে হরিরামপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন বাংলানিউজকে বলেন, স্থানীয় বাজারগুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কাপড়ের দোকান খুলছে এতে করে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকে। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল), আইনের ২৫ ধারায় অভিযুক্ত করে তাদের মোট ২২,০০০ টাকা  অর্থদণ্ড করা হয়।  

এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানিদের শারীরিক দূরত্বে থেকে পণ্য বিক্রয়ের পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘন্টা, মে ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad