ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারত থেকে ফিরলেন ৪৮২ বাংলাদেশি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, মে ১৪, ২০২০
ভারত থেকে ফিরলেন ৪৮২ বাংলাদেশি

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণের কারণে ভারতে আটকে পড়া ৪৮২ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) দিল্লি ও চেন্নাই থেকে তারা ঢাকায় পৌঁছেন। পরে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ১৪১ জন ও ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে ১৬৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এছাড়া এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ১৬৮ জন ফিরেছেন।

হাইকমিশন জানায়, গত তিন সপ্তাহে দিল্লি, চেন্নাই, মুম্বাই, কলকাতা ও বেঙ্গালুরু থেকে ২৫টি বিশেষ ফ্লাইটে ভারতে আটকে পড়া তিন হাজারেরও বেশি বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। বাংলাদেশ ও ভারত উভয় সরকার আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করছে।

১৪ মে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর তৃতীয় দফার বিশেষ ফ্লাইট শেষ হয়েছে। এখন ভারত থেকে আপাতত আর বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে না। তবে যাত্রী প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীকালে বিষয়টি বিবেচনা করা হবে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মে ১৪, ২০২০
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।