ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহী শহরকে করোনামুক্ত রাখতে মতবিনিময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, মে ১৪, ২০২০
রাজশাহী শহরকে করোনামুক্ত রাখতে মতবিনিময়

রাজশাহী: মহানগরীকে করোনামুক্ত রাখতে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে সরকারি কর্মকর্তা, চেম্বার অব কর্মাস, ব্যবসায়িক নেতা ও ব্যবসাপ্রতিষ্ঠান মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগর ভবনের সিটি হল সভাকক্ষে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মেয়র বলেন, রাজশাহী মহানগরীকে করোনামুক্ত রাখতে সার্বিক উদ্যোগ নেওয়া হয়েছে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এখন পর্যন্ত করোনামুক্ত আছি। এটি ধরে রাখতে চাই।

সভায় রাজশাহী মহানগরীর করোনা মোকাবিলা ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের দোকান খোলা রাখার দাবিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় আরেকটি সভা অনুষ্ঠিত হবে। সভায় এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে।

সভায় বক্তব্য দেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএনএম মঈনুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক মো হামিদুল হক, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সুজায়েত ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

সভায় আরও বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্র নাথ আচার্য, রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অধ্যাপক নওশাদ আলী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. বুলবুল হাসান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মো. মনিরুজ্জামান মনি, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, আরডিএ মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, রেস্তোরা মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান, ব্যবসায়ী নেতা সেকেন্দার আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ২৩, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।