ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে আরও ৩১ জনের করোনা শনাক্ত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মে ১৪, ২০২০
সাভারে আরও ৩১ জনের করোনা শনাক্ত

সাভার (ঢাকা): গত ২৪ ঘণ্টায় সাভারে নতুন করে আরও ৩১ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্ত মোট রোগী সংখ্যা দাঁড়ালো ১২১ জন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন  সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা মিঠু।

তিনি জানান, বুধবার (১৩ মে) ৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়ছিল।

তার মধ্যে ৩১ জনের ফলাফলে করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে তিনজন ধামরাইয়ের বাসিন্ধা। কিন্তু তারা সাভারে নমুনা দিয়েছিলেন। ফলে তিনজনকে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে যোগ করা হয়েছে।  

অপরদিকে, ধামরাইয়ে করোনা পজিটিভ শনাক্ত একজন রোগী সাভারের তালিকার সঙ্গে যুক্ত হবে। ফলে সাভারে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগীর সংখ্যা ২৯ জন।  

এদিকে ধামরাই উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগী ১৪ জন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ১৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ