ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুরে সাত পুলিশসহ বাড়ি ফিরলেন ১৫ করোনা যোদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মে ১৪, ২০২০
রংপুরে সাত পুলিশসহ বাড়ি ফিরলেন ১৫ করোনা যোদ্ধা

রংপুর: রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সাত পুলিশ সদস্যসহ ১৫ জনকে ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবীর নেতৃত্বে তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এসময় তাদের ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ নিয়ে মোট ২৯ জন এ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন।

এ বিষয়ে ডা. নূরুন নবী জানান, এ ১৫ জন রোগীর শরীরে করোনার উপসর্গ না থাকা এবং পর পর দু’বার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় বৃহস্পতিবার তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৯ জন এ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে হাসপাতালে ১৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ১৪, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।