ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বান্দরবানে ভারতীয় নাগরিকের কারাদণ্ড

এস বাসু দাশ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১০

বান্দরবান: জেলার লামা উপজেলায় অবৈধ অনুপ্রবেশ অভিযোগে শ্রী রমেশ নামে এক ভারতীয় নাগরিককে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সাজা শেষে তাকে ভারতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বিচারক।


 
আদালত সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে লামা উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক এএনএম মোরশেদ খান এ রায় দেন।

গত বছরের ৩১ আগস্ট উপজেলার রূপসীপাড়া বাজারে শ্রী রমেশকে (৩০) সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন সেনাবাহিনীর সহযোগিতায় তাকে আটক করে লামা থানায় হস্তান্তর করে। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি ভারতের ইন্দর মধ্যপ্রদেশ জেলার গৌতমপুরা থানার পালং গ্রামের মহনসিং এর ছেলে বলে জানান।
 
প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময় ১৫২৮ ঘণ্টা, ৯ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।