ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু, ছেলে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, মে ১৪, ২০২০
চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু, ছেলে আহত

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পল্লিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মত্যু হয়েছে। এসময় তাদের রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ছেলে।

বুধবার (১৩ মে) রাত ৯টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের পুনট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার হরচন্দ্র রায়ের স্ত্রী সাবিত্রী রানী (৫৫) ও মেয়ে শাপলা রানী (৩৫)।

এসময় ছেলে ক্ষিতিশ চন্দ্র (৩০) গুরুতর আহত হয়েছেন। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, সারাদিন বাড়িতে ধান মাড়াই করার পর রাত ৯টার দিকে সাবিত্রী গোসল করে বাড়ির আঙিনায় থাকা বৈদ্যুতিক তারে ভিজা কাপড় দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

মাকে বাঁচাতে মেয়ে শাপলা ও ছেলে ক্ষিতিশ এগিয়ে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে মা ও মেয়ের মৃত্যু হয়। আহত হয় ছেলে ক্ষিতিশ। তাকে উদ্ধার করে প্রথমে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতির্ করা হয়েছে।

এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির বিদ্যুৎ মিটারের তার ছিঁড়ে কাপড় শুকানোর জিআই তারে পড়ে  বিদ্যুৎতায়িত হয়েছিল বলে স্থানীয়রা জানান।

বাংলাদেশ সময় ০৫৩৪ ঘণ্টা, মে ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।