ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিক্ষা প্রতিষ্ঠানে বেতন মওকুফের দাবিতে বরিশালে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মে ১৩, ২০২০
শিক্ষা প্রতিষ্ঠানে বেতন মওকুফের দাবিতে বরিশালে বিক্ষোভ শিক্ষা প্রতিষ্ঠানে বেতন মওকুফের দাবিতে বরিশালে বিক্ষোভ।

বরিশাল: সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এক বছরের বেতন-ফি মওকুফসহ তিন দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা ও মহানগর শাখা।

সামাজিক দূরত্ব বজায় রেখে বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি সাগর দাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে লিমা আক্তার, সাজেদ ইসলাম, রেজোয়ান রায়, এমাদুল হক, সাইদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন

ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘মহামারি করোনা ভাইরাসের সময় সারা দেশের শিক্ষার্থীরা লকডাউনের কারণে আটকে পড়ায় বাড়ি ফিরতে পারেনি। এসব শিক্ষার্থীরা টিউশনি করতে পারছে না অথচ মেসভাড়া দিতে হচ্ছে। এ ভাড়া মওকুফের জন্য সরকারের বরাদ্দ দিতে হবে। একইসঙ্গে এ বছর শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ করতে হবে। শিক্ষার্থীদের ওপর বোঝা চাপানো যাবে না। ’

এসময় পর্যাপ্ত ইন্টারনেট ব্যবস্থা ছাড়া বাংলাদেশে যে অনলাইন ক্লাস শুরু হচ্ছে তা বাতিল করা এবং সব অনাবাসিক শিক্ষার্থীদের বাসা ভাড়া মওকুফে প্রজ্ঞাপন জারির আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ১৩, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।