ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, মে ১৩, ২০২০
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

দিনাজপুর: দিনাজপুর শহরের আনন্দ সাগর খানকা মোড়ে শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে লাভলী বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

লাভলী জেলা সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের পরজপুর জিন্যাপাড়ার এনামুল হকের স্ত্রী।

দিনাজপুর কোতয়ালী থানা পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ বাংলানিউজকে জানান, রাতে দিনাজপুর শহরের মহিলা কলেজ মোড় থেকে ইজিবাইকে করে নিজ বাড়ি ফিরছিলেন। পথে আনন্দ সাগর খানকা মোড়ে এলে একটি ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন লাভলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক্টরটি পালিয়ে গেছে।

এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মে ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।