ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে বিপণিবিতান বন্ধের নোটিশ প্রশাসনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মে ১২, ২০২০
মানিকগঞ্জে বিপণিবিতান বন্ধের নোটিশ প্রশাসনের গণবিজ্ঞপ্তি

মানিকগঞ্জ: করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় মানিকগঞ্জে সব বিপণিবিতান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসক।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যার দিকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এস এম ফেরদৌস এ খবর নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, জনসাধারণের সুবিধার্থে পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে জেলায় বিপণিবিতান, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার খোলার সিদ্ধান্ত হয়।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ কয়েকটি শর্তে সরকারের নির্দেশনায় এসব প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু গত তিন দিন বিপণিবিতান, শপিংমল ও দোকানপাটে ক্রেতা-বিক্রেতারা শর্ত ঠিকমত মানছেন না।  

তাই জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে আগামীকাল বুধবার (১৩ মে) থেকে বিপণিবিতান, শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে মুদি দোকান ও ওষুধের সময় বেধে দেওয়া সময় পর্যন্ত খোলা থাকবে।  

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মে ১২, ২০২০
আরএ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।