ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভার্চ্যুয়াল আদালত চালু করায় আইনজীবীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মে ১২, ২০২০
ভার্চ্যুয়াল আদালত চালু করায় আইনজীবীদের বিক্ষোভ ভার্চ্যুয়াল আদালত চালু করায় আইনজীবীদের বিক্ষোভ।

বরিশাল: আদালতে ভার্চ্যুয়াল কার্যক্রম শুরু হওয়ার প্রতিবাদে এবং আগের মতো ম্যানুয়াল পদ্ধতি চালুর দাবিতে বরিশালে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় জেলা জজ আদালত চত্বরের আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন সাধারণ আইনজীবীরা।

মিছিলটি আদালতপাড়ার বিভিন্ন সড়ক ঘুরে ফের আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় আইনজীবীরা আদালতে ভার্চ্যুয়াল কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়ছার সাংবাদিকদের বলেন, ‘বরিশালে ইন্টারনেটের গতি খুবই কম। এছাড়া আইনজীবীদের বড় একটি অংশ প্রবীণ হওয়ায় ফেসবুক, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পারদর্শী নয় তারা। এ কারণে অনেক আইনজীবী ভার্চ্যুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম চান না। ’

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম জানান, ভার্চ্যুয়াল আদালত শুরুর আগে প্রশিক্ষণ ও পূর্ব প্রস্তুতি প্রয়োজন। সেটি না করে হঠাৎ ভার্চ্যুয়াল আদালতের কার্যক্রম চালু করায় আইনজীবীরা বিপাকে পড়েছেন। এ কারণে তারা বিক্ষোভ মিছিল করেছেন।

প্রসঙ্গত, বরিশাল জেলা আইনজীবী সমিতিভুক্ত প্রায় এক হাজার একশ’ সদস্য রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মে ১২, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।