ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে করোনা ল্যাবে নতুন শনাক্ত ৩০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মে ১২, ২০২০
না’গঞ্জে করোনা ল্যাবে নতুন শনাক্ত ৩০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনা হাসপাতালের (খানপুর ৩শ শয্যা হাসপাতাল) ল্যাবে নতুন ৩০ জন কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে এ তথ্য জানান হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয়।  

এর আগে সোমবার (১১ মে) ১৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

এরমধ্যে করোনা হাসপাতালের ৭০টি নমুনা ও বাকিগুলো জেলা সিভিল সার্জন অফিস, নাসিকসহ বিভিন্ন নমুনা সংগ্রহকারীদের থেকে পাঠানো।  

মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের তথ্য নিশ্চিত করা হয়। জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা এক হাজার ৪৩২ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হয়েছে ৫৭ জনের। সুস্থ হয়েছেন ১৬০ জন।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ১২, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।