ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সীগঞ্জে এসিল্যান্ডের করোনা শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মে ১২, ২০২০
মুন্সীগঞ্জে এসিল্যান্ডের করোনা শনাক্ত ছবি প্রতীকী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ-উল-সাবেরিনের করোনা শনাক্ত হয়েছে। মুন্সিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্যবিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (১১ মে) মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে তাকে করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ বলে নিশ্চিত করা হয়েছে। তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন।

এর আগে নারায়ণগঞ্জে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তিনি।

মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তার স্বামীর করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এলেও গতকাল আবার পরিবারের সদ্যস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

জানা যায়, কোয়ারেন্টিন নিশ্চিত করা, বাড়ি লকডাউন, ত্রাণ পৌঁছে দেওয়া, বাজার মনিটরিং, শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অভিযান পরিচালনা করা, আক্রান্তের বাড়ির আশেপাশের সবাইকে সচেতন করাসহ বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মেজবাহ-উল-সাবেরিন।

তিনি আক্রান্তের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ জেলায় এডমিন ক্যাডার সাভির্সের কোনো সদস্যের এই প্রথম করোনা শনাক্ত হলো।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, মে ১২, ২০২০
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।