ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

১০ দফা দাবিতে বরিশালে ট্রেড ইউনিয়নের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মে ১১, ২০২০
১০ দফা দাবিতে বরিশালে ট্রেড ইউনিয়নের মানববন্ধন ১০ দফা দাবিতে বরিশালে ট্রেড ইউনিয়নের মানববন্ধন।

বরিশাল: শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, নগদ অর্থ সহায়তা দেওয়া এবং ত্রাণ ব্যবস্থাপনায় অনিয়ম, দুর্নীতি ও পক্ষপাতিত্ব দূর করাসহ ১০ দফা দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১১ মে) বেলা ১১টায় বরিশাল নগরের সদররোডে এ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটি।

বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ.কে আজাদ, জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা, নৌ-যান শ্রমিক ফেডারেশন বরিশালের সভাপতি আবুল হাসেম মাস্টার প্রমুখ।

ট্রেড ইউনিয়নের ডাকা কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে অংশ নেয় বরিশাল মহানগর রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনয়ন, বরিশাল জেলা নির্মাণ শ্রমিক ইউনয়নসহ ১০টি শ্রমিক সংগঠন।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মে ১১, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।