ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আলমডাঙ্গায় ১৫০ বস্তা সরকারি চাল জব্দ, সিলগালা-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মে ১০, ২০২০
আলমডাঙ্গায় ১৫০ বস্তা সরকারি চাল জব্দ, সিলগালা-জরিমানা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে নদ ‍ও গুদাম থেকে খাদ্য মন্ত্রণালয়ের ১৫০ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় গুদাম সিলগালাসহ মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ মে) দুপুরে ওই শহরের অশোক সাহার গুদাম থেকে ১০০ বস্তা চাল জব্দ করা হয়। এর আগে শনিবার (৯ মে) দিনগত রাতে কুমার নদে ফেলে দেওয়া ৫০ বস্তা চাল উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক লিটন আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, শনিবার দিনগত রাতে কুমার নদ থেকে মেয়াদোত্তীর্ণ ৫০ বস্তা চাল উদ্ধার করা হয়। এরপর থেকেই ঘটনার রহস্য উন্মোচনে মাঠে নামে উপজেলা প্রশাসন। রোববার সকাল থেকে উপজেলা শহরের সন্দেহভাজনদের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে কুমার নদ থেকে উদ্ধার করা চাল অশোক সাহার গুদামের চালের সঙ্গে মিল পাওয়া যায়। এসময় ওই গুদাম সিলগালাসহ মালিককে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

কুমার নদ থেকে উদ্ধার চালের আলামত রেখে ঘটনাস্থলে বাকি সব চাল পুড়িয়ে ও মাটিতে পুতে ফেলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।